হোমনায় উন্নয়ন মেলার উদ্বোধন
হারুন অর রশিদ হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩ উপলক্ষে “সেবা ও উন্নতির দক্ষ রূপকার,উন্নয়নে – উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে এক বর্ণাঢ্য র্যালী ও উন্নয়ন মেলা শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার (১৭ই সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ফিতা কেটে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম,
পৌর মেয়র এডভোকেট নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলায় মোট ছয়টি স্টল স্থাপন করা হয়। পরে অতিথিবৃন্দ শিল্পকলা একাডেমিতে স্থানীয় সরকার উন্নয়নের ছয়টি টি স্টল পরিদর্শন করেন।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না