শোকাবহ আগস্টে বঙ্গবন্ধুকে বাঙালি জাতি শ্রদ্ধাভারে স্মরণ করছে- রোকন

১৪ আগস্ট ২০২৩, ৭:৩৫:১৬

মোঃ ইব্রাহিম মিয়া জেলা প্রতিনিধি ঝিনাইদহ:

স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বাঙালি জাতি বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন। ঝিনাইদহ ফার্নিচার ও কসমেটিক মেলা কমিটির সভাপতি মোঃ রকিবুল বাশার (রোকন) মর্ডাণ মোড়ে দিনব্যাপী ব্যাপক ভাবে পালনের উদ্যোগ করেছেন। দিনব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচীর মধ্যে রয়েছে ফজর নামাজের পর মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, সকালে সকল নেতাকর্মীদের কালব্যাজ ধারণ, সকাল থেকেই গনভোজের আয়োজন থাকবে সকল পেশার মানুষের মাঝে তেহেরী(তোবারক) বিতরণ অব্যাহত থাকবে, সকাল ১০টায় চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থিত প্রেরণা-৭১ এ জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দুপুরে পূনরায় মর্ডাণ মোড়ে রকিবুল বাশার রোকনের নিজস্ব কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা নৃশংস ভাবে হত্যাযজ্ঞ চালায় এবং সকলেই শাহাদাৎ রবণ করেন। বাঙালি জাতির পিতার আদর্শে বিশ্বাসী রকিবুল বাশার রোকন প্রতিবছরের ন্যায় এবারও তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ঝিনাইদহ ফার্নিচার ও কসমেটিক মেলা কমিটির পক্ষ থেকে যতাযত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই বাংলার রাখাল রাজা চির সম্রাট বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না