ডিমলায় তিন ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

১৪ আগস্ট ২০২৩, ৬:০৩:২৫

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলা থানার ওসি মো: লাইছুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে রবিবার (১৩ আগস্ট) রাতে তিনজন ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করেন থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলে উপজেলার খালিশা চাপানী গ্রামের বাসিন্দা মৃত দুলাল হোসেন এর পুত্র মোঃ সাদ্দাম হোসেন, মোঃ ফারুক হোসেন ও মৃত এলাছ উদ্দিনের পুত্র মোঃ খয়বর আলী।

ডিমলা থানা সূত্রে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিগনের নামে জিআর নং ১০১/১৯ ও ০৫/২৩ নং মামলা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এ প্রসঙ্গে ডিমলা থানার অফিসার ইনচার্জ মো: লাইছুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের সোমবার (১৪ আগস্ট) সকালে পুলিশ প্রহরায় মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না