ডিমলায় নির্বাচনী সহিংসতা, থানায় মামলা ১১ আসামী গ্রেফতার
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাথে সহিংসতা ঘটনা ঘটে উপজেলার টেপা খড়িবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পন্ডিতপাড়া গ্রামে।
ডিমলা থানা সূত্র জানা যায়, ১৭ জুলাই ইউপি নির্বাচনকে কেন্দ্র করে টেপা খড়িবাড়ী ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ী গ্রামে দক্ষিণ খড়িবাড়ী পন্ডিতপাড়া সরকারি বিদ্যালয়ের ভোটকে›েন্দ্র ভোট গণনা শেষে বৈদ্যুতিক পাখা মার্কার সাধারন সদস্য পদপ্রার্থী ফেরদৌস মিয়া নির্দেশে তার সমর্থকরা বিজিবি ও পুলিশ সদস্যদের উপর হামলা ও গাড়ী ভাংচুর করে। হামলায় বেশ কয়েকজন বিজিবি সদস্য আহত হলে পরে তাদেরকে ডিমলা হাসপাতালে ভর্তি করানো হয়।
এ বিষয় মঙ্গলবার (১৮ জুলাই) নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) নায়েব সুবেদার নজরুল ইসলাম বাদী হয়ে ডিমলা থানায় ২১ জনকে আসামী ও ৩/৪শত জনের বিরুদ্ধে ১৪২/৩৪১/৩৩৩/৩৫৩/৪২৭ দ:বি: অপরাধে মামলা দায়ের করেন। যাহার মামলা নং- ১৭, তারিখ- ১৮ জুলাই ২০২৩। মামলার পর হতেই ওই গ্রামে আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (২২ জুলাই) সরেজমিনে গিয়ে স্থানীয় কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, নির্বাচনী সহিসতায় ঘটনায় গ্রামে থমথমে আতঙ্ক রিরাজ করছে। তারা আরও জানান কখন বা কাকে ধরে নিয়ে যাবে এ আতঙ্কে গ্রাম পুরো পুরুষ শুন্য। গ্রামের লোকজন বিভিন্ন জায়গায় পালিয়ে অবস্থান করিতেছে। ঠিকমত বাজারে গিয়ে খরচপাতিও করতে পারছে না।
এ প্রসঙ্গে ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান বলেন, বেআইনিভাবে অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে সরকারি কাজে বাধা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালিয়ে নির্বাচন-সংশ্লিষ্টদের আহত করা, ব্যালট পেপার ছিনতাই করে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা, ক্ষতিসাধন করায় এ মামলা হয়।
ঘটনায় অভিযুক্ত মো. হাবিব (৩০), মো. ফরহাদ আলী (৩৫), মো. হাবিবুর রহমান হাবু (৩০), মো. আনিসুর রহমান (৩৩), আব্দুল করিম (৪০), তাসিন (২৩), রবিউল ইসলাম (৩০), কামিনুর রহমান (৩৪), ফজল মিয়া রানা (৩৫), মো. মাসিদুল ইসলাম (৩০), মো. আবু জাহিদ (৩৮) ১১ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না