ঝিনাইদহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, গ্রেফতার১
ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহ শহর সংলগ্ন পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিলা খাতুন (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামী রানা (২৬) কে জনতা আটক করে পুলিশে দিয়েছে। সোমবার বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নিলা খাতুন কোরাপাড়া গ্রামের ভ্যান চালক শরিফুল ইসলামের ছোট মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, কোড়াপাড়া গ্রামের মেয়ে নিলা খাতুনের এক বছর আগে শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামের কামাল ইসলামের ছেলে রানার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। এ ঘটনার জের ধরে সোমবার বিকেলে কথাকাটাকাটির এক পর্যায়ে স্বামী রানা স্ত্রীর নিলা খাতুনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্বজনরা আহত নিলাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এদিকে ঘাতক স্বামী রানা পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসি তাকে পাগলাকানাই এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না