ঝিনাইদহে ওরিয়েন্টাল প্রি-ক্যাডেট স্কুল এন্ড ক্যাডেট একাডেমী একটি আধুনিক মানের শিক্ষাঙ্গন

১৪ জানুয়ারি ২০২৪, ৪:১৩:১২

ঝিনাইদ প্রতিনিধি ঃ

ঝিনাইদহ শহর সংলগ্ন ব্যাপারী পাড়ার মধ্যে একটি আধুনিক মানের ওরিয়েন্টাল প্রি-ক্যাডেট স্কুল এন্ড ক্যাডেট একাডেমি শিক্ষার মান বজায় রাখার ক্ষেত্রে এক অকল্পনীয় প্রতিভার সাক্ষ্যর রেখে চলছে। এই প্রতিষ্ঠানটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। একটি স্কুল শাখা এবং অন্যটি ক্যাডেট একাডেমি শাখা হিসাবে পরিচালিত হয়ে আসছে। এটি স্কুল শাখায় প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং ক্যাডেট একাডেমি শাখায় ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করানো হয়। এখানে ক্যাডেট কেয়ারের জন্য আবাসিক এবং অনাবাসিক দুটোর ব্যবস্থা আছে, এখানকার নির্বাহী পরিচালক মোঃ শাহারুল ইসলামের সাথে সাংবাদিকদের কথা হলে তিনি জানান, এই প্রতিষ্ঠানটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়, এরপর হাটি হাটি পা পা করে আমরা সুনামের সাথে ওরিয়েন্টাল প্রি-ক্যাডেট স্কুল এন্ড ক্যাডেট একাডেমিক স্কুল পরিচালনা করে যাচ্ছি। এ বছর স্কুল শাখায় প্রায় ৪০ নতুন ছেলেমেয়ে ভর্তি হয়েছে, এবং আবাসিকে প্রায় ক্যাডেট স্কুল একাডেমিতে ৩৮ জন শিক্ষার্থী রয়েছে। ২০২৩ সালে ক্যাডেট স্কুল একাডেমি থেকে ৮২ জন পরীক্ষার্থী ক্যাডেট পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং আশা করি এখান থেকে প্রায় ৩৫ জন শিক্ষার্থী ক্যাডেটে চান্স পাবে বলে আশা করছি। এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলের দ্বারা ক্লাস নেওয়া হয়ে থাকে, সবাই আধুনিক জ্ঞান সম্পূর্ণ এবং আধুনিক মানের সুশিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে এই শিক্ষকরা আমি বিশ্বাস করি। এখানে দুটো ব্যাচে ক্লাস নেয়া হয় ৭ টা থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত। অন্যটি বিকাল ৩ টা থেকে ৫.২০ মিনিট পর্যন্ত। পরিচালক মহোদয় সাংবাদিকদের আরও বলেন এই প্রতিষ্ঠানটি ঝিনাইদহ মধ্যে একটি মাইল ফলক প্রতিষ্ঠান হিসেবে আমরা দাঁড় করাতে চাই। এজন্য সকলের সহযোগিতা ও ভালোবাসা একান্ত প্রয়োজন। কারণ আজকের শিশুরা আগামী দিনের জাতির ভবিষ্যৎ ও কর্ণধর। মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন যে ডিজিটাল বাংলাদেশ ২০৪১ সালের যে স্মার্ট জেনারেশন তারই স্বপ্ন সারথি হিসেবে ওরিয়েন্টাল প্রি-ক্যাডেট স্কুল এন্ড ক্যাডেট একাডেমী মুখ্য ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না