ঝিনাইদাহে পৌর মডেল স্কুল এন্ড কলেজে এ নতুন কারিকুলাম বাস্তবায়নের আলোকে ষষ্ঠ -সপ্তম শ্রেণীর শিক্ষা উপকরণ মেলা ২০২৩ অনুষ্ঠিত

৯ নভেম্বর ২০২৩, ১০:১৯:৩৪

ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহে পৌর মডেল স্কুল এন্ড কলেজ ঝিনাইদহ-এ
নতুন কারিকুলাম বাস্তবায়নের আলোকে ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষা উপকরণ মেলা ২০২৩ অনুষ্ঠিত ৭ নভেম্বর রোজ বুধবার। অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে মেলাটি পরিদর্শন করেন পৌর মডেল স্কুল এন্ড কলেজের সম্মানিত সভাপতি ও ঝিনাইদহ পৌরসভার সম্মানিত মেয়র জনাব কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। সে সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার জেলা শিক্ষা অফিসার জনাব শেখ মনিরুল ইসলাম এবং ঝিনাইদহ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমী সুপারভাইজার জনাব সুজন কুমার সরকার।

মেলাটি দেখে অতিথিবৃন্দ ভীষণ অভিভূত। শিক্ষার্থীরা খুব চমৎকারভাবে দশটি বিষয়ের উপর দশটি গ্ৰুপে দশটি স্টল সাজিয়েছিল।
মেলা পরিদর্শন শেষে বিদ্যালয়ের সভাপতি মহোদয় শিক্ষার্থীদের পিকনিক করার উদ্দেশ্যে ২৫ হাজার টাকা পুরস্কার প্রদান করেন। এবং আয়োজক কমিটিকে
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মহোদয় ও জেলা শিক্ষা অফিসার সকল শিক্ষকদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন । সেই সাথে অনুষ্ঠানটি সফল করার জন্য শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের প্রতি গভীর ভালোবাসা ও আন্তরিকতা প্রকাশ করেছেন উপস্থিত সকল অতিথি বৃন্দ। এবং পৌর মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষককে এরকম একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন অতিথিরা।শিক্ষার্থীদের মাঝে এরকম সৃজনশীল কর্মকাণ্ড ছড়িয়ে দিলে আজকের শিশুরাই আগামী দিনের জাতির কর্ণধর ও ভবিষ্যৎ এবং স্মার্ট হয়ে গড়ে উঠবে বলে মনে করেন অতিথীরা।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না