রাজগঞ্জে ট্রলির ধাক্কায় বাইসাইকেল চালকের মৃত্যু

উত্তম চক্রবর্তী,মণিরামপুর প্রতিনিধি।। যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ট্রলির ধাক্কায় গোবিন্দ মিস্ত্রি (৩৫) নামের এক বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর-২০২২) বেলা ১১টার দিকে পুলেরহাট-রাজগঞ্জ সড়কের হানুয়ার বটতলা মোড় নামক স্থানে ঘটনাটি ঘটে। নিহত গোবিন্দ মিস্ত্রি উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের কোমলপুর গ্রামের ধীরেন্দ্রনাথ মিস্ত্রির ছেলে। স্থানীয়রা জানান- মাছের খাদ্য বোঝাই করে পুলেরহাটের দিক থেকে একটি ট্রলি রাজগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রলিটি হানুয়ার বটতলা মোড়ে পৌঁছুলে ঘটনার সময় গোবিন্দ বাইসাইকেল চালিয়ে প্রধান সড়কে উঠছিলেন। তখন ট্রলিটি তাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। এতে ঘটনাস্থলে গোবিন্দর মৃত্যু হয়। মণিরামপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected]