রেজিস্ট্রেশনহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান

২ সেপ্টেম্বর ২০২২, ৬:৫৩:৩১

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে একযোগে চোরাই ও রেজিস্ট্রেশনহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকালে ঢাকা- খুলনা মহাসড়কের মধুখালী বাজার ও রেলগেট এলাকায় থানা পুলিশকে তৎপর থাকতে দেখা গেছে। মোটরযান আইনে জরিমানা ও মামলার সংখ্যাও বর্তমানে বেড়েছে। পুলিশ বলছে, অভিযানের উদ্দেশ্য মামলা দেওয়া না বরং জনগণকে সচেতন করা। বর্তমানে অবৈধ যানবাহনের সংখ্যাও রাস্তায় কমেছে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, আমরা রেজিস্ট্রেশনহীন মোটরসাইকেল ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। আমরা চাই সবাই আইন মানুক।

দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।