হরিপুরে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

২ সেপ্টেম্বর ২০২২, ৬:৫০:৪০

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ধানক্ষেতে নিড়ানি দেওয়ার সময় বজ্রপাতে পিয়ার মোহাম্মদ(২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত পিয়ার মোহাম্মদ ওই গ্রামের সলেইমান আলীর ছেলে। মহসিন আলী (৩০) নামে একজন গুরুতর আহত হয়েছেন। আহত মহসিন একই গ্রামের মো. তসলিম উদ্দিনের ছেলে।

৩ নম্বর বকুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের বলেন, মানিকখাড়ি গ্রামের ৮ জন শ্রমিক একটি ধানক্ষেত নিড়ানি দেওয়ার জন্য মাঠে যায়। ধানক্ষেত নিড়ানি দেওয়ার সময় সকাল সাড়ে ১১টার দিকে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে পিয়ার মোহাম্মদ মৃত্যু হয়। এতে গুরুতর আহত মহসিন আলীকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়াও আহত আরও তিন জন প্রার্থমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন বলেও জানান তিনি।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।