মধুখালীতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

৩০ আগস্ট ২০২২, ১২:৩৮:২৬

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধিঃ জ্বালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির লাগাতার কর্মসূচীর অংশ হিসাবে শনিবার বিকেলে মধুখালী থানা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে মধুখালী পৌসভার বনমালিদিয়া বাজার মেছড়দিয়া মোড়ে উপজেলা বিএনপির সভাপতি মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী মোল্যার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা শাহ মোঃ আবু জাফর,ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ,ফরিদপুর জেলা বিএনপির আহব্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, কেন্দ্রীয় কৃষক দলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাছিরম্নল ইসলাম,জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন,ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্‌বায়ক আজম খান,
ফরিদপুর বিএনপির বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, মধুখালী থানা বিএনপির সাধারন সম্পাদক আবুল কাসেম আবুল, পৌর বিএনপির
সভাপতি শাহাবুদ্দিন সতেজ, পৌর বিএনপির সাধারন সম্পাদক গোলাম মনছুর নান্নু, ফরিদপুর জেলা যুবদলের সাবেক সহ – সভাপতি আব্দুল হালিম মানিকসহ প্রমুখ।

দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।