ঝালকাঠি জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহন

কামরুল হাসান মুরাদ :: ঝালকাঠি জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি।
জেলা পরিষদ মিলানায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার আফরোজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম।
এসময় জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য, জন প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সুধীনজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন,‘ গ্রাম পর্যায়ে উন্নয়ন করা জন্য জেলা পরিষদের গুরুত্ব অপরিহায্য। এখানে বরাকৃত অর্থের সঠিক বন্টন করতে হবে। কাজের মান নিশ্চিত করতে হবে। আর তা হলে এলাকার যথাযথ উন্নয়ন সম্ভব হবে।
দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected]