ঝিনাইদহের ৯ নং পোড়াহাটি মডেল ইউনিয়ন পরিষদে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
মোঃ ইব্রাহিম মিয়া জেলা প্রতিনিধি ঝিনাইদহ:
ঝিনাইদের সদর উপজেলার ৯ নং পোড়াহাটি মডেল ইউনিয়ন পরিষদের চত্বরে অসহায় গরীব পরিবারের মাঝে স্বল্প মূল্যে টিসিবি পণ্য বিক্রয় করা হয়। ২৮/০৮/২০২৩ ইং তারিখ সকাল ৯ টার সময় ইউনিয়ন পরিষদের চত্বরে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন ৯ নং পোড়াহাটি মডেল ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান,জননেতা জনাব শহিদুল ইসলাম হিরণ, এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, মোহাম্মদ আজম আলী, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সোহাগ আলী, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী মোঃ হুমায়ুন কবির।ডিজিটাল উদ্যোক্ত মোছাঃআসমা খাতুন ও রাব্বুল হোসেন। ইউনিয়নে১৫২২ জন পরিবারের মাঝে ৫ কেজি চাউল , ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুরের ডাল, ৪৭০ টাকা প্যাকেজে মেসার্স সুমাইয়া এন্টারপ্রাইজ এর মাধ্যমে স্বল্পমূল্যে বিক্রয় করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় এই প্রথম সারা বাংলাদেশে ১ কোটি পরিবারের মাঝে টিসিবির মাধ্যমে ৩০ টাকা ধরে ৫ কেজি চাউল বিক্রির অনুমতি দেওয়া হয়। এবং আগামীতে ৫ কোটি পরিবারকে এর আওতাভুক্ত করা হবে বলে সরকার প্রধান ঘোষণা দিয়েছেন। সাংবাদিকদের সাথে চেয়ারম্যান মহোদের কথা হলে তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা টিসিবির মাধ্যমে অসহায় এবং গরীব পরিবারের মাঝে যে স্বল্প মূল্যে চাউল, ডাউল,এবং তেল বিক্রির যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা সত্যি প্রশংসার দাবিদার। আগামীতে পাঁচ কোটি অসহায় পরিবারের মাঝে এই পণ্য বিক্রির যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেজন্যে তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ জ্ঞাপন করেছেন পোড়াহাটি ইউনিয়নের সকল স্তরে জনগণের প্রতি।এবং জননেত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি যেন আবার সফল প্রধানমন্ত্রী হয়ে দেশ ও জনগণের জন্য কাজ করে যেতে পারেন।এবং টিসিবি পণ্য হাতে পেয়ে সাধারণ জনগণ তাদের অভিমত এবং ভালোবাসা ব্যক্ত করেছেন এবং অসহায় ও দরিদ্র মানুষের জন্য মহতি এই উদ্যোগ নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
পাঠকের মন্তব্য: