দুই কিশোর গ্রেফতার
ঝালকাঠি রাজাপুরে বাক প্রতিবন্ধী এক তরুনীকে ধর্ষণের অভিযোগে মামলা
কামরুল হাসান মুরাদ :: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় বাকপ্রতিবন্ধী এক তরুনীকে সংঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তরুনীর বাবা বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার বিকেলে জেলার রাজাপুর উপজেলার নিজামিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী ঐ তরুনী পার্শ্ববর্তী গালুয়া ইউনিয়নের গাজীর হাট এলাকায় বড় বোনের বাড়িতে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হয়। এ সময় নিজামিয়া এলাকার হাফিজ হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার ও হানিফ হাওলাদারের ছেলে সোলায়মান হাওলাদার ঐ তরুনীকে দেশীয় অস্ত্র চাকুর মুখে জিম্মি করে পথ থেকে তুলে নিয়ে চল্লিশ কাহনিয়া লঞ্চঘাট এলাকায় একটি কলাবানের মধ্যে নিয়ে জোড়পূর্ব ধর্ষণ করে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকেই লম্পট সোলায়মান ও রাব্বিকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযুক্ত দুই কিশোরকে আটক করে থানায় নিয়ে আসে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ ওসি পুলক চন্দ্র রায় বলেন, ওই বাক প্রতিবন্ধীর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত দুজনকে আদালতে প্রেরন করা হয়েছে।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
পাঠকের মন্তব্য: