বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪

সুজন মাহমুদ

নিজস্ব প্রতিনিধি

রাঙ্গাবালিতে যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে আলোচনা সভা ও কর্মশালা৷

১ নভেম্বর, ২০২৪ ৫:৫৮:১৭

নিজস্ব প্রতিনিধি

রাঙ্গাবালী, পটুয়াখালী৷

জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা, কর্মশালা এবং প্রশিক্ষণ কার্যক্রম। যুব ফোরামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যুব সমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তোলার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইকবাল হাসান বলেন, “যুবকদের ক্ষমতায়নের মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হতে পারে। বাংলাদেশ একটি যুবসমৃদ্ধ দেশ, এবং এই বিশাল যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা গেলে, তা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে।” আলোচনা সভায় বক্তারা তরুণদের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সামাজিক দায়িত্ব পালনের জন্য তাদেরকে উৎসাহিত করেন।

যুব দিবসের অনুষ্ঠানে সরকার পক্ষ থেকে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির আওতায় যুবকদের প্রশিক্ষণ এবং উদ্যোক্তা উন্নয়নের জন্য যাতায়াত ভাতা প্রদান করা হয়। এতে অংশগ্রহণকারী যুব সমাজের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। অনেকে তাদের মতামত ও চিন্তাভাবনা প্রকাশ করেছেন এবং দেশের উন্নয়নে অবদান রাখার সংকল্প ব্যক্ত করেছেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ আলী আজগর। উপস্থিত ছিলেন রাঙ্গাবালীর নৌবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট মোঃ মহাসিন, যুব ফোরামের আহ্বায়ক জনাব মোঃ রাকিব, যুগ্ম আহ্বায়ক মোঃ ইউসুফ আলী (সিরাজুল), সাংবাদিকবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

জাতীয় যুব দিবস ২০২৪ এর প্রতিপাদ্য হলো “যুবদের দক্ষতায় গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ”। বক্তারা বলেন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার এবং সমাজের বিভিন্ন স্তরের সহযোগিতায় যুবসমাজকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা জাতির অগ্রগতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না


পাঠকের মন্তব্য:

সর্বশেষ

Selected poll is not defined.

সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম

প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com,

Developed by RL IT BD