শুক্রবার ১৮ অক্টোবর, ২০২৪

নীলফামারী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা,আটক ৪

৫ অক্টোবর, ২০২৪ ৪:১০:৫৩

ক্রাইম রিপোর্টার।।নীলফামারীর ডিমলায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে চারজন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশি যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়েরের পর শুক্রবার(৪ অক্টোবর)দুপুরে ডিমলা থানা পুলিশ তাদের আদালতে সোপর্দ করেন।যার মামলা নম্বর-৪ তারিখ ৩ অক্টোবর ২০২৪ইং।আটককৃতরা হলেন-দিনাজপুর জেলার খানাসামা থানার খামাত পাড়া গ্রামের প্রমোদ চন্দ্র রায়ের ছেলে খনিজ চন্দ্র রায়(২৬),বিমল চন্দ্র রায়ের ছেলে ছন্দ রায় (২১), দূর্গা রায়ের ছেলে তপন রায় (২১), কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে রঞ্জিত চন্দ্র রায় (২১)।মামলা সুত্রে জানা গেছে, বুধবার(২ অক্টোবর)দিবাগত রাত প্রায় ১২টার সময় পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তের নামাজি পাড়ার মেইন পিলার নম্বর ৭৯৪ এর সাব পিলার ১০এস সংলগ্ন এলাকা থেকে তাদের ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় আটক করেন রংপুর ব্যাটালিয়ন-(৫১) বিজিবির কালিগঞ্জ বিওপির টহল দল।এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার ১৭০ টাকা, ১৬০ ভারতীয় রুপি, চারটি সিম,দুইটি জাতীয় পরিচয়পত্র,একটি জন্ম নিবন্ধন কার্ড, দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল,দুটি চার্জার ও একটি ব্লুটুথ হেডফোন জব্দ করা হয়।পরে মামলা দায়ের করে ডিমলা থানা পুলিশের কাছে আটককৃদের হস্তান্তর করেন বিজিবি।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃতরা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন।তারা কাজের সন্ধানে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন বলে জানা গেছে।তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না


পাঠকের মন্তব্য:

Selected poll is not defined.

সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম

প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com,

Developed by RL IT BD