রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪

এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান

১ ফেব্রুয়ারি, ২০২৪ ৭:০৬:১৩

ঝিনাইদহ প্রতিনিধি ঃ

ঝিনাইদহের সদরের মধ্যে একটি স্বনামধন্য ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে অধ্যক্ষ মোশাররফ হোসেন -সালেহা খাতুন মাধ্যমিক বিদ্যালয় টি গোয়ালপাড়া বাজার পাশে অবস্থিত একটি বিদ্যালয় । এই বিদ্যালয়টি ২০০৮ ইং খ্রিস্টাব্দে প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে শিক্ষার মান বজায় রাখার ক্ষেত্রে অকল্পনীয় ভূমিকা পালন করছে । আজ এই বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা এবং নবাগত ছাত্র ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ আজম আলী প্যানেল চেয়ারম্যান ৯নং পোড়াহাটি মডেল ইউনিয়ন পরিষদ ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল সোবাহান। এছাড়াও অন্যান্য শিক্ষক বিন্দু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান শিক্ষক রনি আক্তার বলেন শহরের মতো করে এখানে আধুনিক মানের শিক্ষা প্রদান করা হয়।এখন এটি একটি ঐতিহ্যবাহী স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে জেলা জুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এই প্রতিষ্ঠানের আমি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছি সুনামের সাথে আমি প্রতিষ্ঠানকে সব সময় ভালো মান বজায় রাখার ক্ষেত্রে আমিও আমার সভাপতি প্রতিটি বিষয় দেখভাল করে থাকি পাশাপাশি অন্যান্য শিক্ষকরা সহযোগিতা করেন। আজ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা ও নবাগত ছাত্র ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান আমার খুব ভালো লাগছে,কারণ আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিন ও জাতির ভবিষ্যৎ। উচ্চশিক্ষা গ্রহণ করে তারা দেশ মাতৃকায় অগ্রণী ভূমিকা পালন করে বলে আমি বিশ্বাস করি। কারণ শিক্ষায় জাতির মেরুদন্ড, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। এই বিদ্যালয়ে এবার ৪২ জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষা দেবে, আমি বিশ্বাস করি সবাই ভালো ফলাফল করবে এবং স্কুলের সুনাম বৃদ্ধি করবে এবং বাবা মার মুখ উজ্জ্বল করবে। এবং ষষ্ঠ শ্রেণীতে ১৩০ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে আমি বিশ্বাস রাখি আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলীদের দ্বারা এই শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করলে একদিন দেশ মাতৃকায় গৌরব বয়ে নিয়ে আসবে এই শিক্ষার্থীরা। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। আজকের এই কোমলমতি শিশুরাই আগামী দিনের জাতির কর্ণধর। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ ২০৪১ সালের যে স্মার্ট বাংলাদেশ সেই স্বপ্নের অবিকল্প সারথি আজকের এই কোমলমতি শিশুরাই অধ্যক্ষ মোশাররফ হোসেন – সালেহা খাতুন মাধ্যমিক বিদ্যালয় একটি মাইল ফলক দৃষ্টান্ত স্থাপন করে বলে বিশ্বাস করি। স্বনামধন্য প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে অনেক মেধাবী শিক্ষার্থী অনেক ভালো ফলাফল করে, ভালো উন্নতমানের শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় অগ্রণী ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতে করবে । একজন সু নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে শিক্ষার কোন বিকল্প নেই, জ্ঞানীই শক্তি। শিক্ষায় যে একটি মানুষের চালিকা শক্তি, এবং শিক্ষা দিয়ে গড়ব আমরা সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অধ্যক্ষ মোশাররফ হোসেন – সালেহা খাতুন মাধ্যমিক বিদ্যালয়টি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং তিনি সকলের নিকট অত্র প্রতিষ্ঠানের জন্য দোয়া এবং ভালোবাসা চেয়েছেন।এবং সভাপতি সর্বশেষ তার বক্তব্য শেষে সবার সমাপ্তি ঘোষনা করেন।এবং সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করেন।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না


পাঠকের মন্তব্য:

সর্বশেষ

Selected poll is not defined.

সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম

প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com,

Developed by RL IT BD