ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজা নিহত
ঝিনাইদহ জেলা প্রতিনিধি ঃ
ঝিনাইদহ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চাচা আলী হোসেন (৬০) ও ভাতিজা মাহফুজুর রহমান (২০) নিহত হয়েছেন। বুধবার সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার পাচঁমাইল এলাকায় এ দুর্ঘনাটি ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের রাঙ্গীয়ারপোতা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আলী হোসেন ও গোলাম নবীর ছেলে মাহফুজুর রহমান। এই নিয়ে গত তিন দিনে জেলার বিভিন্ন স্থানে ৫ জন নিহত হলেন। সাধুহাটী ইউনিয়নের ইউপি সদস্য মোঃ মুকুল হোসেন জানান, চাচা ও ভাতিজা বুধবার সকালে আলমসাধু যোগে রাঙ্গিয়ারপোতা গ্রাম থেকে ফরিদপুর যাচ্ছিলেন। তারা পাচঁমাইল নামক স্থানে পৌছালে আলমসাধু গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। পরে পিছন থেকে একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চাচা আলী হোসেন ও ভাতিজা মাহফুজুর রহমান নিহত হন। পরে তাদের সাথে থাকা অন্য আলমসাধুর যাত্রীরা মরদেহ নিয়ে বাড়িতে চলে যান। গ্রামবাসি রফিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তিরা পাটখড়ির ব্যবসা করতেন। সকালে পাটখড়ি কেনার জন্য ফরিদপুর যাচ্ছিলেন। পথে তারা দুর্ঘটনার শিকার হন। ঝিনাইদহ সদর থানার ওসি মোঃ শাহীন উদ্দীন জানান, দুজন নিহতে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠনো হয়েছে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
পাঠকের মন্তব্য: