ঝিনাইদহ দুই আসনের নৌকার মনোনীত প্রার্থীর সাথে ১০ নং হরিশঙ্করপুর ইউপি চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ এর মত বিনিময়
ঝিনাইদহ প্রতিনিধি ঃ
আসন্ন দ্বাদশ নির্বাচন উপলক্ষে আজ মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন ঝিনাইদহ ২ আসনের নৌকার মনোনয়ন দিয়ে যাকে তৃতীয় বারের মত সংসদ সদস্য হিসেবে ঝিনাইদহ ও হরিনাকুন্ডের মানুষের অন্তরে অন্তস্থলে হিসেবে সুখে দুঃখে বিপদে আপদে যাকে সব সময় কাছে পায় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর নুর আলম সিদ্দিকীর জ্যেষ্ঠ পুত্র জনাব তাহজীব আলম সিদ্দিকী সমি ১০ নং হরিশংকরপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব খন্দকার ফারুক জামান ফরিদ এর বাসায় সন্ধ্যায় একান্ত আলাপচারিতায়, তিনি বলেন বঙ্গবন্ধুর কন্যা আজকের সফল প্রধানমন্ত্রী যিনি আমাকে নৌকা প্রতীক দিয়ে ঝিনাইদহ ও হরিনাকুন্ডু মাটি ও মানুষের সেবা করার যে সুযোগ প্রদান করেছেন সেজন্যই তিনি মাননীয় নেত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এবং ১০ নং হরিশঙ্করপুর ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ বলেন, নেত্রীর আস্থা এবং বিশ্বাস ও ভালোবাসার ঠিকানা জনাব তাহজীব আলম সিদ্দিকী সমি, তিনি যে নৌকা মার্কা নিয়ে আমাদের মাঝে এসেছেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী ৭ ই জানুয়ারি দ্বাদশ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে ঝিনাইদহ ও হরিনাকুন্ডুর মাটি সমি ভাইয়ের ঘাটি এটা প্রমাণ করতে চাই। আমরা দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে হরিশঙ্করপুর ইউনিয়নবাসীকে সাথে নিয়ে দেশরত্ন শেখ হাসিনার মনোনীত প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমিকে তৃতীয়বারের মতো বিপুল ভোটে জয় যুক্ত করার লক্ষ্য প্রত্যয় নিয়ে আজ থেকে সকল নেতা কর্মীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, এই স্লোগানকে সামনে রেখে সমি ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্য ও প্রত্যয় নিয়ে সাধারণ মানুষের ভালোবাসা ও ভোটের মাধ্যমে তা প্রমাণ করতে চাই। কোন অগ্নি সন্ত্রাস করে নয়।সে সময় আরো উপস্থিত ছিলেন পদ্মা কর ইউনিয়নের চেয়ারম্যান বাবু বিকাশ কুমার বিশ্বাস। দোগাছি ইউনিয়নের চেয়ারম্যান কাজল হোসেন, এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাদের একটাই চায় এবং পাওয়া মাননীয় নেত্রীর যে ভালবাসার নৌকা এবং তার মনোনীত প্রার্থী জনাব তাহজীব আলম সিদ্দিক সমিকে দ্বাদশ নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করা এজন্যই সকলের কাছে দোয়া এবং ভালোবাসা চেয়েছে।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
পাঠকের মন্তব্য: