ডিমলায় ৩১০ বস্তা ডলোমাইট জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় ভেজাল ভাবে দোকানে ডলোমাইট মজুদ রাখায় ৩১০ বস্তা ডলোমাইট জব্দ সহ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের গোডাউনের সামনে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ফারজানা আখতার ব্যবসায়ীকে জরিমানা করেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সেকেন্দার আলী, এসএপিপিও মো: হাবিবুর রহমান, এসএএও জাহিদুর রহমান, ফরিদ উদ্দিন, অফিস গার্ড মোকলেছার রহমান সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সেকেন্দার আলী বলেন, গত ৯ অক্টোবর উপজেলার বন্দর খড়িবাড়ী টুনিরহাটের ব্যবসায়ী মৃত: এনছাম উদ্দিনের পুত্র ফজির উদ্দিনের দোকন হইতে ৩১০ বস্তা ডলোমাইট ভেজাল সন্দেহ বস্তাগুলি নমুনা পরীক্ষা-নিরিক্ষা করার জন্য বিভাগীয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হলে বিভাগীয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ,কে,এম আমিনুল ইসলাম রাসায়নিক বিশ্লেষনে বস্তাগুলির ভেজাল বলায় ডলোমাইট ধ্বংস সহ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
পাঠকের মন্তব্য: