ঝিনাইদহের সদর হিরাডাঙ্গাতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
ঝিনাইদহ জেলা প্রতিনিধি ঃ
খেলাধুলাকে আঁকড়ে ধরি মাদককে না বলি, এরই ধারাবাহিকতায় ঝিনাইদহ সদর উপজেলা হিরা ডাঙ্গা গ্রামে মোঃ হারুশাহ নেতৃত্বে এক ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ সদর থানা যুবলীগের আহবায়ক, শাহ ইব্রাহিম খলিল রাজা, উক্ত অনুষ্ঠানের সভাপতি তো করেন শাহ মোঃ মতিউর রহমান, উক্ত লাঠি খেলায় বিভিন্ন এলাকা থেকে লাঠিয়াল সদ্দার তাদের সুন্দর মনোমুগ্ধকর বাজনার তালে তালে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে সুন্দর নিত্য পরিবেশন এর মাধ্যমে খেলা পরিবেশন করেন। লাঠি খেলায় অংশগ্রহণ করেন বিভিন্ন নামিদামি সর্দারেরা তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, হারুন সরদার, উজির সরদার, কবির সরদার, চান আলি সরদার, দীন মোহাম্মদ সরদার, আলিম সরদার, শাহজাহান সরদার, ও তার নাতনি শারমিন আক্তার সর্দার, ও দাদা শহীদ সরদার, এবং বাবুল সরদার, আরো নাম না জানা অনেক সরদার, তারা সুন্দর অঙ্গে ভঙ্গির মাধ্যমে গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহ লাঠি খেলা প্রাচীন আমল থেকে চলে আসছিল, তারে ধারাবাহিকতায় প্রধান অতিথির কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, আমি ইব্রাহিম খলিল রাজা আহ্বায়ক সদর থানা যুবলীগ।ক্রীড়ায় শক্তি ক্রিড়ায় বল, এবং খেলাধুলার মাধ্যমে মানুষের মন সতেজ হয়, গ্রামে অনেক সময় গ্যাঞ্জাম গোলযোগ আনন্দ বিনোদন উঠেই গেছে, সেই জায়গা থেকে আমি চেষ্টা করি বাংলার ঐতিহ্যবাহী খেলা ধরে রাখার জন্য আজকের এই লাঠি খেলার আয়োজন করেছি, এবং এখানে সভাপতি তো করছেন আমার শ্রদ্ধাভাজন চাচা, শাহ মোঃ মতিউর রহমান, সকলের সহযোগিতা মিলেই আজকের এই খেলা, খেলাই অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক দেখতে এসেছে আমিন তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আজকের সকল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সকলের নিকট দোয়া চাই, এবং শেখ হাসিন সরকার যে উন্নয়নের রূপকার, এবং ডিজিটাল স্বপ্ন বাস্তবায়নে আজকের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। সভাপতি মহোদয় সবাইকে ধন্যবাদ জানিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
সর্বশেষ
Selected poll is not defined.
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com,
Developed by RL IT BD
পাঠকের মন্তব্য: