বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪

ঝিনাইদহের চারটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের উদ্বোধন করেন ২ আসনের সংসদ সদস্য!

২০ অক্টোবর, ২০২৩ ৩:৩২:৪৬

ঝিনাইদহ প্রতিনিধি ঃ

ঝিনাইদহে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)’র বাস্তবায়নে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি। উদ্বোধনকৃত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সদর উপজেলার মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়, হরিশংকরপুর জগৎ চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠ, শহরের মহিলা কলেজ পাড়ায় ঝিনাইদহ মহিলা দাখিল মাদ্রাসা ও নাচনা নূরনগর দাখিল মাদ্রাসা।

এসময় উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু ইপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, সংসদ সদস্যের পিএস রওশন আলী, রোকনুজ্জামান রিপন, পদ্মকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস, দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া কাজল, সদর থানা যুবলীগের সাবেক আহবায়ক শাহ্ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা, মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানত হোসেন, হরিশংকরপুর জগৎ চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আবু আহাম্মেদ বিশ্বাস সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ছাত্র-ছাত্রী, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

এসময় প্রধান অতিথি সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি বলেন, দেশে বর্তমান সরকারের আমলেই সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে আবারো শেখ হাসিনার সরকারকে বিপুল ভোটে বিজয়ী করতে সকল নেতাকর্মীদের আহ্বান জানান।শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার, শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না


পাঠকের মন্তব্য:

সর্বশেষ

Selected poll is not defined.

সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম

প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com,

Developed by RL IT BD