ডিমলায় বিদেশী পিস্তল সহ আটক-১
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলায় ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ১টি বিদেশী পিস্তল সহ তরিকুল আলম ওরফে পিচ্চি লিটন (৩৩) নামে একজন সন্ত্রাসীকে আটক করেছে র্যাব।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১৩ সিপিসি-২ এর গোয়েন্দা তৎপরতায় তাকে ডিমলা উপজেলার ভেন্টিপাড়া এলাকা থেকে আটক করেছে। সে নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মৃত আমিনুর রহমান পুত্র।
পরে র্যাব-১৩ নীলফামারী কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ র্যাব-১৩ এর রংপুর অ লের অধিনায়ক আরাফাত ইসলাম জানান তরিকুল ওরফে পিচ্চি লিটন একজন বাসচালক তার কাছে থাকা অস্ত্রটি বিভিন্ন ছিনতাই, নাশকতার কাজে ভাড়ায় দিত এবং নিজেও ব্যাবহার করত।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
পাঠকের মন্তব্য: