ডিমলায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সনদ বিতরণ
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০দিন ব্যাপি গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ১ম ধাপে পুরুষ ও মহিলাদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকালে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আকতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই আলম সিদ্দিকী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি সহ সকল প্রশিক্ষনার্থীগণ।
জানা যায় গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণটি ২০ আগস্ট ২০২৩ শুরু হয়। এরই ধারাবাহিকতায় ৩১ আগষ্ট ১০ দিনের মধ্যে প্রশিক্ষণটি শেষ হওয়ায় ১ম ধাপে ৬৫ জন পুরুষ ও মহিলাদের মাঝে সনদ বিতরণ করেন।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
পাঠকের মন্তব্য: