মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর, ২০২৪

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অন্তঃসত্ত্বা নারীকে মারধর,থানায় অভিযোগ

১৩ আগস্ট, ২০২৩ ৭:২৪:৩০

মোঃ ইব্রাহিম মিয়া জেলা প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে অন্তঃসত্ত্বা নারীসহ ৩ জনকে মারধর খবর পাওয়া গেছে। বন্দুক রাখা জমি লিখে না দেওয়ায় শুক্রবার ১১ আগষ্ট উপজেলার ভায়না ইউনিয়নের ভায়না গ্রামের এই ঘটনা ঘটে। ফারুকের বসত বাড়িতে অতর্কিত হামলা করে মৃত্যু বজলুর রহমানের স্ত্রী শামসুন্নাহার, ছেলে ফারুক হোসেন,ও শিল্পি খাতুন-কে ব্যাপক মারধর করে। এরমধ্য আহত শিল্পি খাতুন অন্তঃসত্ত্বা। আহতরা সবাই হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত ফারুক হোসেন সাংবাদিকদের জানান, অভাবের কারণে আমি ৫ বছর আগে ১৯ শতক জমি রহিম বক্স এর ছেলে নাসির উদ্দীনের নিকট ৮০ হাজার টাকায় বন্দুক রাখি। জমি ছাড়িয়ে নেওয়ার পূর্বেই নাসির উদ্দীন মারা যায়। এখন ছাড়াতে গেলে তুহিন ও মাসুদুর রহমান আমার জমি ফেরত না দিয়ে উল্টা জমি লিখে নিতে চাই। তাছাড়া মাসুদুর রহমান (সোনালী ব্যাংক কর্মকর্তা) ও তার দলবল নিয়ে আমাকে ও আমার মা এবং আমার গর্ভবতী স্ত্রীকে বাশেঁর লাঠি দিয়ে ব্যাপক মারধর করে এবং বন্দুকের জমি জোরপূর্বক লিখে নেওয়ার জন্য ফাঁকা স্টাম্পে আমাদের টিপসহি নিয়েছে। আমি এর সঠিক বিচাই চাই।

ঘটনার সুর ধরে সোনালী ব্যাংক কর্মকর্তা মাসুদুর রহমানের সাথে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক কথাবার্তা বলতে থাকে। বলে সাংবাদিকদের আর কোন ও কাজ নেই। গ্রামে ছাগল,গরু চুরি হচ্ছে সেখানে নিউজ করার জুত নেই। তিনি আরও বলেন আপনাদের পুলিশ কি করে তা আমার জানা আছে। তাছাড়াও তিনি সাফ জানিয়ে দেন সেই সময়ে আমরা ঐ জমি ২ লক্ষ ৭৭ হাজার টাকায় কিনেছিলাম, কিন্তু রেজিষ্ট্রি করা হয়নি। জমি যখন দেবে না তখন লাঠি দিয়ে পিটিয়ে জমি আদায় করা হবে। কথাবার্তার একপর্যায়ে তাঁরা ঐ জমির টাকা ফেরত দিলে জমি ছেড়ে দেওয়ার কথাও স্বীকার করেন।

হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ জানান, ঘটনাটি আমি শুনেছি। তাদের পরিবারের পক্ষ থেকে শনিবার ১২ আগষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না


পাঠকের মন্তব্য:

সর্বশেষ

Selected poll is not defined.

সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম

প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com,

Developed by RL IT BD