তিস্তার পানি বিপদসীমার ২ সে.মি নীচে প্রবাহিত
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি সকাল ৬.১০ মিনিটে বিপদসীমার ৫২.১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর পরই সকাল ৯টায় তিস্তার পানি কমে ৫২.১৩ সে.মি প্রবাহিত হয়েছে।
বুধবার (৫ জুলাই) সকাল ৯টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ২ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা যায়।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, তিস্তা নদীর পানি বিপদসীমা উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর তীরবর্তী এলাকায় ও নিম্না লে পানি ঢুকতে শুরু করেছে। এতে নীলফামারী ডিমলা উপজেলার খগা খড়িবাড়ী, খালিশা চাপানী, টেপা খড়িবাড়ী, ঝুনাগাছ চাপানী ইউনিয়নে নদীর তীরবর্তী এলাকার পরিবারগুলো পানি বন্দি হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বন্যা প্লাবিত এলাকার পরিস্থিতি খারাপ হওয়ায় সেখানকার মানুষ গরু-ছাগল নিয়ে নিরাপদ জায়গায় সরে যাচ্ছে। পানি অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার ফলে পানি নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারাজের ৪৪ টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া পয়েন্টের নির্বাহী প্রকৌশলী আসফা-উদ-দৌল্লা বলেন, তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। রাতে পানি আরও বাড়তে পারে। তিস্তা ব্যারেজের ৪৪ টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে তিস্তাপাড়ের মানুষকে সর্তক করার পাশাপাশি সকল প্রকার দুর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুুত আছি।
এ বিষয় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, আমরা সতর্ক রয়েছি। জনপ্রতিনিধিদের মাধ্যমে বন্যাকবলিত পরিবারগুলোকে নিরাপদে থাকার জন্য সর্তক করে দেওয়া হয়েছে।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
পাঠকের মন্তব্য: