শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪

বরগুনায় আদালতের সামনে থেকে দেশীয় অস্ত্রসহ এক কিশোক আটক!

১৪ জুন, ২০২৩ ৭:৪৫:২০

এম.মোরছালিন,জেলা প্রতিনিধি, বরগুনা:
বরগুনায় আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্র সহ এক কিশোরকে আটক করেছে কোর্ট পুলিশ৷ আজ বুধবার (১৪ জুন) বেলা ১১ টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া কিশোরের নাম মো. আকিব (১৬), সে বেতাগী উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নের ভোরা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে৷ তার কাছ থেকে তিনটি রামদা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের ইন্সপেক্টর মারুফ আহমেদ। তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল আজ আদালত চত্বরে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে৷ তাই সকাল থেকেই আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সবাইকে তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হয়। এসময় এক কিশোরের কাছ থেকে তিনটি রামদা উদ্ধার করা হয়।

তিনি বলেন, আটক হওয়া কিশোরকে বর্তমানে আদালত কারাগারে রাখা হয়েছে৷ উর্ধতন কতৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, আদালতে হাজিরা দিতে আসার সময় আজ সকালে সড়িষামুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ শরীফ ও তার সমর্থকদের উপর হামলা চালায় দূর্বৃত্তরা। এসময় আটক হওয়া কিশোরের বাবা জয়নাল আবেদীন জখম হয়। তিনি বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না


পাঠকের মন্তব্য:

সর্বশেষ

Selected poll is not defined.

সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম

প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com,

Developed by RL IT BD