rasel

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে

ঝালকাঠিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৩ জুন ২০২৩, ৫:১৮:২৫

কামরুল হাসান মুরাদ :: মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষকরা। মঙ্গলবার (১৩জুন) সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা শাখা ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা শাখার সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক সুনীল বরন হালদার, কেন্দ্রীয় কমিটির সদস্য রিপন কুমার, বিরেন চন্দ্র দাস, কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম লিটন।

বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা এখন সময়ের দাবি । দ্রুত এই দাবি বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহবান জানায়।
মানববন্ধনে শতাধিক শিক্ষক অংশ নেয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

পাঠকের মন্তব্য: