For Advertisement
হোমনায় ৯৪ কেজি গাঁজাসহ আটক ৪

হারুন অর রশিদ হোমনা কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর একটি চৌকস টিমের পৃথক অভিযানে ৯৪ কেজি গাঁজাসহ মা মেয়েও দুই ভাইকে আটক করা হয়েছে।
গত মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি চৌকস টিম উপজেলার ঘনিয়ারচর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজা এবং একটি মোটর সাইকেলসহ মো.আরাফাত হোসেন ওরফে বিশাল(২৭) ও মো. জুবায়েদ হোসেন(৩৫) নামের দুই সহোদর ভাইকে আটক করা হয়। উভয়ই ঢাকা জেলার কলাবাগান থানার কাঠাল বাগান এলাকার ২৮২ নং ফ্রি স্কুলস্ট্রিটের বাসিন্দা মো. দেলোয়ার হোসেনের ছেলে।
অপরদিকে ১০টার দিকে উপজেলার জয়নগর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী এরশাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি মা শিল্পী আক্তার ও তার মেয়ে মোসাঃ লিপি আক্তার (২০)কে গ্রেফতার করে। তারা উভয় জয়নগর গ্রামের মো. এরশাদ হোসেনের স্ত্রী ও মেয়ে। মোসাঃ লিপি আক্তারকে আগেও গাঁজাসহ গ্রেফতার করেছিল হোমনা থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য এসআই(নিঃ) মেহেদুল ইসলাম ও হাবিলদার মো. সফিজুল ইসলাম বাদী হয়ে হোমনা থানায় অভিযোগ দাখিল করেছেন।
হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা হয়েছে। আজ বুধবার আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
For Advertisement
দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected]

পাঠকের মন্তব্য: