For Advertisement
হোমনায় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

হারুন অর রশিদ হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় রবিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে জনপ্রতিনিধিদের অংশগ্রহণে মোট ১০টি দল অংশ গ্রহণ করে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে’র সভাপতিত্বে টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম।
অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মনের উপস্থাপনায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রিনা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
টূর্ণামেন্টে নকআউট পদ্ধতিতে ১৩ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত টূর্ণামেন্টের চূড়ান্ত পর্বের খেলায় ১ নং মাথাভাঙ্গা ইউনিয়নকে হারিয়ে ৪ নং চান্দেরচর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।
পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি এবং অংশগ্রহণকারী সকল দল ও খেলোয়ারদেরকে শুভেচ্ছা স্মারক এবং মেডেল উপহার দেওয়া হয়।
For Advertisement
দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected]

পাঠকের মন্তব্য: