For Advertisement
হরিপুরে আগুনে পুড়ল ৬ গরু-ছাগল

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ-ঠাকুরগাঁওয়ের হরিপুরে গোয়াল ঘরে আগুন লেগে তিনটি গাভী ও তিনটি ছাগলের পুড়ে মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাতে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের রামপুর গ্রামে রুবেল রানার গোয়ালঘরে এ ঘটনা ঘটে। রুবেল ওই গ্রামের ইয়াজউদ্দিনের ছেলে।
ইয়াজউদ্দিন জানান,বুধবার দিবাগত রাত ১২টার দিকে হঠাৎ করে গরুর চিৎকার শুনে আমাদের ঘুম ভেঙে যায়। তখন উঠে দেখি গোয়াল ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এরই মধ্যে ঘরে থাকা তিনটি গাভী ও তিনটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এ বিষয়ে তিনি জানেন না বলে জানান।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন,আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
For Advertisement
দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected]

পাঠকের মন্তব্য: