For Advertisement
সরফভাটা চর রূপান্তরে তারুণ্যের পরিবারের বসন্ত উৎসব

মুবিন বিন সোলাইমান, চট্টগ্রাম:
ছয় ঋতুর দেশ বাংলাদেশ। ঋতু পালা করে আসে মানুষের দরজায় কড়া নাড়ে তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে হাজির হয় জীবন-জীবিকার, আনন্দ-বেদনার বার্তা নিয়ে। যুগ যুগ ধরে সুরে সুর মিলিয়ে মানুষ সেই সব ঋতুকে উদযাপন করে আসছে।
রাঙ্গুনিয়া উপজেলায় তেমনি ঋতু উৎসব হয়ে আসছে বিভিন্ন সম্প্রদায়ের হাত ধরে, তবে এই প্রথম বসন্ত উৎসব করেছে রাঙ্গুনিয়া উপজেলা সরফভাটা ইউনিয়নের তারুণ্যের পরিবার নামে সামাজিক সংগঠনের সহযোগিতায়।
গত ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) ২০২৩ ইং তারিখ দুপুর ২টায় উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড রূপান্তর চর এলাকায় তারণ্যের পরিবারের উদ্যোগে মিউজিক্যাল চেয়ার খেলা, সাবান ঘষাঘষি ও হাঁস ধরা প্রতিযোগিতা এবং বিভিন্ন বিলুপ্ত ঐতিহ্যবাহী সামাজিক খেলাধুলার মধ্য দিয়ে বসন্ত উৎসব করেছে।
উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ আতিফ আসলাম আরকানের সঞ্চালনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরফভাটা আওয়ামী লীগের সভাপতি কবি আব্দুর রউফ মাস্টার, উপজেলা যুবলীগের সভাপতি শামশুর দোহা সিকদার আরজু, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন বাদশা, সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব, বি আর টি এ এর কর্মকর্তা ওমর ফারুক, সরফভাটা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সবুর রাজু, হাজী মোহাম্মদ হারুন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল্লাহ চৌধুরী, প্রচার সম্পাদক হাসান মুরাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু, শহীদুল্লাহ, মুবিন বিন সোলাইমান, জয়, হাসান, টিপু, আইয়ুব, বাবলু, সিকান্দর, সোহেল আরমান, মোঃ আরাফাতসহ তারুণ্যের পরিবারের সকল সদস্য ও আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকারের পানি উন্নয়ন বোর্ডের অধীনে ৩৯৮ কোটি টাকার প্রকল্প আরসিসি ব্লক ও কর্ণফুলী নদীর উভয় তীরেই ১০ কি:মি: নদী ড্রেজিং হয়েছে। সেখান থেকে উত্তোলিত বালি (বর্জ্য) ভাঙ্গন কবলিত এলাকায় আরসিসি ব্লক স্থায়িত্ব করার লক্ষ্যে নিক্ষেপ করলে সরফভাটা ইউনিয়ন ৮নং ওয়ার্ড নদীর তীরে বিশাল কৃত্রিম চর সৃষ্টি হয় পরে চর রূপান্তর নামকরণ করে রূপালী রাঙ্গুনিয়ার সম্পাদক সাংবাদিক এনায়েতুর রহিম পরবর্তীতে সাংবাদিক মুবিন বিন সোলাইমান, তৈয়বুল ইসলাম ও আল মামুনের যৌথ উদ্যোগে এই চরকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত করে প্রকাশ করলে রাঙ্গুনিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে চরের রূপ দেখে হাজার হাজার পর্যটক আসতে শুরু করে। গত শুক্রবার বসন্ত উৎসবের মধ্য দিয়ে পর্যটকের উপচে পরা ভিড় লক্ষ্য করা যায়, যা আনুমানিক ১০ থেকে ১৫ হাজার পর্যটক উপস্থিতি প্রাথমিকভাবে ধারণা করছে প্রত্যক্ষদর্শীরা।
এ সময় সংগঠনের পৃষ্ঠপোষক ও পরিচালক মোঃ ইউনুচ বলেন, বাংলাদেশের বিলুপ্ত প্রায় সবগুলো খেলাকে পুর্নজ্জীবিত করার লক্ষ্যে প্রতিবছর বিভিন্ন খেলা প্রতিযোগিতা দিয়ে থাকি ভবিষ্যতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলিখেলা ও নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজন করবো এই রূপান্তর চর।
For Advertisement
দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected]

পাঠকের মন্তব্য: