ব্রেকিং ❯
প্রচ্ছদ / সারাদেশ / বিস্তারিত

For Advertisement

রাণীশংকৈলে যুবকের মরদেহ উদ্ধার

২৭ অক্টোবর ২০২২, ৪:০৪:৪৪

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ-ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হোসেন আলী(২৫) নামের এক কোচিং শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া বাজার সংলগ্ন রাস্তার ধারের ধান খেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবক ভরনিয়া চেংবাড়ী সম্পদ বাড়ি এলাকার নুর মোহাম্মদ এর ছেলে ।তিনি পেশায় একজন কোচিং শিক্ষক ছিলেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে হাঁটাহাঁটি করার সময় রাস্তার ধারের ধান ক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে কয়েকজন নারী। পরে স্থানীয়দের খবর দিলে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল তৈরি করে । এ ছাড়া ঠাকুরগাঁও জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বাহিনীর একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

এদিকে নিহত যুবকের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে তাঁকে পরিকল্পিত হত্যা করা হয়েছে।

ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, নিহত কোচিং শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের একটি বিচার এসেছিল। তবে সেটি স্থানীয় এক শিক্ষক বিষয়টির মীমাংসা করে দিয়েছিলেন। সেটি নিয়ে কোনো অভিযোগ আর ছিল না।

রানীশংকৈল থানার ওসি এস.এম জাহিদ ইকবাল বলেন, মরদেহের ডান হাতে ও বুকে ক্ষত পাওয়া গেছে। মরদেহের ময়নাতদন্ত হলে মৃতের রহস্য উ˜‌ঘাটন হবে।

For Advertisement

দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: