For Advertisement
রাজাপুরে প্রতিপক্ষের হামলায় আহত ১, থানায় মামলা

রাজাপুর প্রতিনিধি :: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় ৬০ নং দক্ষিণ পালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী মোঃ বাদশা মিয়া (৩৬) গুরুতর আহত হয়েছেন। বুধবার (১২ অক্টোবর) উপজেলার বড়ইয়া ইউনিয়নের বড়ইয়া বাজারের পূর্ব-পশ্চিম সরকারি ব্রীজের উপরে এই হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় রাজাপুর থানায় আহত মোঃ বাদশা মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ৬ তারিখ ১৪ অক্টোবর।
মামলা সূত্রে জানা যায়, আহত মোঃ বাদশা মিয়ার সাথে একই এলাকায় মৃত দেনছের খলিফার পুত্র মোঃ জহরুল হক খলিফার সাথে টাকা পয়সার লেনদেন নিয়ে বিরোধ চলিতেছে। বুধবার সকালে বাদশা মিয়ার বড় ভাই মোঃ নাসির উদ্দিন ঢাকা হূদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি থাকায় তাহার চিকিৎসার জন্য নগদ ৭০,০০০ টাকা পাঠানোর জন্য বাদশা মিয়ার কর্মরত স্কুলের প্রধান শিক্ষকের নিকট হতে মৌখিক অনুমতি ক্রমে রাজাপুরের উদ্দেশ্যে রওনা দিয়া বড়ইয়া বাজারের পূর্ব পশ্চিম সরকারি ব্রিজের উপরে পৌঁছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা প্রতিপক্ষরা পথরোধ করে তাহাদের হাতে থাকা লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করেছে এবং সাথে থাকা নগদ ৭০০০০ টাকা নিয়ে যায় প্রতিপক্ষরা। বাদশা মিয়া ডাক চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আগাইয়া আসলে প্রতিপক্ষরা বিভিন্ন রকমের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।পরবর্তীতে স্থানীয়রা আহত মোঃ বাদশা মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করেন।
আহত মোঃ বাদশা মিয়া বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা এই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
For Advertisement
দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected]

পাঠকের মন্তব্য: