For Advertisement

রাঙ্গাবালীতে ৮ লাখ টাকার অবৈধ বেহুন্দি ও চর ঘেরা জাল ধ্বংস।

২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৮:৩০

নিজেস্ব প্রতিনিধি, রাঙ্গাবালী পটুয়াখালী।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জেলা মৎস্য কর্মকর্তা, এস, এম আজহারুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে বিশেষ কম্বিং অপারেশন ২০২৩ বাস্তবায়নে জেলা মৎস্য কর্মকর্তা, এস, এম আজহারুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে বিশেষ কম্বিং অপারেশন ২০২৩ বাস্তবায়নেঅভিযান চালিয়ে অবৈধ বেহুন্দি জালও চর ঘেরা জাল জব্দ করেছে রাঙ্গাবালী উপজেলা
মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্ট গার্ড, দক্ষিণ জোন।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সোনারচর, চর হেয়ার (কলাগাছিয়া চর), চর কাসেম ও বঙ্গোপসাগরের উপকূলী এলাকার নদী ও সাগর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ৬ টি অবৈধ বেহুন্দি জাল ও ৫০ টি চর ঘেরা জাল জব্দ করা হয়। পরে অভিযান শেষে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক বাবুল বলেন,পটুুয়াখালীর জেলা মৎস্য কর্মকর্তার এস, এম আজহারুল ইসলাম স্যারের নেতৃত্বে বিশেষ কম্বিং অপারেশন ২০২৩ বাস্তবায়নে ৪র্থ ধাপের ৪র্থ দিনের আমরা ৬ টি বেহুন্দি জাল ও ৫০ টি চর ঘেরা জাল জব্দ করতে সক্ষম হয়েছি। এবং তা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

For Advertisement

দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: