For Advertisement
রাঙ্গাবালী’তে ২২ বছরের যুবক এর ঝুলন্ত লাশ উদ্ধার৷

নিজেস্ব প্রতিনিধি, রাঙ্গাবালী, পটুয়াখালী৷
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সাব্বির বয়াতি (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড কাটাখালী গ্রামের নিজ বাড়ী থেকে সাব্বির বয়াতির লাশটি উদ্ধার করে রাঙ্গাবালী থানা পুলিশ।
উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রাম ৪নং ওয়ার্ডের দুলাল বয়াতির ছেলে সাব্বির। পারিবারিক সূত্রে জানা যায়, সাব্বির পাশের মৃধা বাড়ী সম্পর্কে চাচা রাসেলের সাথে ঘুমাতে যায়। সোমবার দিবাগত রাত ১টার সময় টয়লেটের কথা বলে একা বের হয় সাব্বির, পড়ে ১ঘন্টার মধ্যে না আসলে খোঁজা-খোজি করে আনুমানিক রাত ২টার দিকে পাশের ঘরের কুদ্দুস বয়াতিকে ঘুম থেকে জাগিয়ে জাগানো হয়। সাব্বিরের ঘরে কোন লোকজন ছিল না।
অবস্থানরত বাড়ীর লোকজন জানালার ফাঁক দিয়ে দেখতে পায় সাব্বিরের ঘরে লাইট জ্বলে এবং ঘরের রুয়ার সাথে দেহটি ঝুলন্ত অবস্থায়। তাৎক্ষনিক ঘরের ঝানালা ভেঙ্গে রাসেল ও কুদ্দুস বয়াতি ঘরের ভিতর ঢুকে পরে তাদের দুজনেরই মনে হয় যে সাব্বির বেচে আছে মর্মে রুয়া থেকে নিচে নামিয়ে রাখে। তখন ডাক চিৎকার শুরু করলে ঘটনাস্থলে বাড়ির আশেপাশের লোকজন আসতে শুরু করে। স্থানীয় চৌকিদার ফারুক মিয়া থানায় ফোন করলে, বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন এর উপস্থিতিতে সকাল ৮ ঘটিকায় লাশটি উদ্ধার করে রাঙ্গাবালী থানা পুলিশ।
রাঙ্গাবালী থানার ওসি মোঃ নুরুল ইসলাম মজুমদার বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
For Advertisement
দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected]

পাঠকের মন্তব্য: