সুজন মাহমুদ

নিজস্ব প্রতিনিধি

For Advertisement

রাঙ্গাবালীতে প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২৩ এর শুভ উদ্বোধন৷রাঙ্গাবালীতে প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২৩ এর শুভ উদ্বোধন৷

২৫ ফেব্রুয়ারি ২০২৩, ৫:০৬:০২

মোঃ সুজন মাহমুদ,নিজেস্ব প্রতিনিধি, রাঙ্গাবালী, পটুয়াখালী

পটুুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে। আজ শনিবার (২৫ফেব্রুয়ারি ) সকালে উপজেলা প্রাণিসম্পদ মাঠে ‘প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে। (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়।এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্ভোধন করেন রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান ডাঃজহির উদ্দিন আহম্মেদ।এর পর তিনি প্রতিটা স্টল ঘুুরে ঘুরে প্রদশর্ন করেন।দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৩ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,রাঙ্গাবালী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সৌরভ কুমার ঘোষ,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও  বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খামারিরা। এই প্রদর্শনীতে প্রায় ৩০ টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাসঁ, মুরগী, কবুতর ও বিভিন্ন ধরনের পাখী প্রদর্শনী করা হয়।
রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহম্মেদ বলেন, এখান থেকে খামারী ও সাধারণ জনগণ অনেক কিছু শিখতে ও জানতে পারবে। এছাড়াও প্রাণিসম্পদ অধিদপ্তর তাদের নানান রকমের পরামর্শ দিচ্ছেন। এখান থেকে নতুন উদ্যোক্তা সৃষ্টির ও একটা ভালো সম্ভাবনা রয়েছে বলেও জানান।
উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ সৌরভ কুমার ঘোষ বলেন, দেশ স্বাধীনের পর থেকে এই দেশে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব্যাপক সাফল্য লাভ করেছি। হাঁস-মুরগীর ডিম উৎপাদনে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি। দুধ উৎপাদনেও প্রায় লক্ষ্যমাত্রা অর্জনের পথে। তাই প্রাণী সম্পদ প্রদর্শনীর মাধ্যমে এই অঞ্চলের মানুষ যাতে উন্নত প্রজাতির গবাদিপশু ও পাখি লালন-পালনে উদ্বুদ্ধ হয় এবং এর সুফল জনগণের মাঝে পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

For Advertisement

দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: