ব্রেকিং ❯

সুজন মাহমুদ

নিজস্ব প্রতিনিধি

For Advertisement

রাঙ্গাবালীতে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সঃ)

৯ অক্টোবর ২০২২, ১:১৮:৩৭

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালীতে জশনে জুলুসে বর্নাঢ্য র‌্যালী ।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালীতে জশনে জুলুসে বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

 

মহানবী (সা.) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তাঁর পবিত্র জন্ম হয়েছে ১২ই রবিউল আউয়ালে। তাঁর জন্মে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়েছে বিপুল উৎসাহ ও উদ্দীপনা।

পৃথিবীর ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি, যাঁর স্মরণ সব জাতি, সব যুগে করেছে। কিন্তু কবে এই মহামানব জন্মগ্রহণ করেছেন, তা নিয়ে সব আলোচনা রবিউল আউয়াল মাস ঘিরেই হয়ে থাকে। আজ পবিত্র ১২ রবিউল আউয়াল। ইসলামের ইতিহাসে দিনটি অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। বিশেষত দুটি কারণে ১২ রবিউল আউয়াল বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। প্রথমত, সব ইতিহাসবিদের ঐকমত্য বর্ণনা মতে, এই দিনেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) লক্ষ-কোটি ভক্ত-অনুরক্তকে এতিম বানিয়ে এ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। দ্বিতীয়ত, প্রসিদ্ধ অভিমত অনুযায়ী এই ১২ রবিউল আউয়ালই মহানবী (সা.) জন্মগ্রহণ করেছেন।

 

মহানবী (সা.)-এর জন্মের তারিখঃ

খ্রিস্টীয় পঞ্জিকা অনুযায়ী ৫৭০ খ্রিস্টাব্দে মহানবী (সা.) ভূমিষ্ঠ হন। তাঁর জন্ম তারিখ ২০ এপ্রিল।

 

মহানবী (সা.)-এর জন্মের দিনের বিস্ময়কর ঘটনাবলিঃ

মহানবী (সা.)-এর পবিত্র জন্মে গোটা বিশ্বে সাড়া পড়ে গিয়েছিল। তাঁর জন্মের পর তিন দিন পর্যন্ত কাবা শরিফ দুলতে থাকে। এটা দেখে গোটা আরবের লোকেরা রাসুলুল্লাহ (সা.)-এর জন্ম সম্পর্কে জানতে পারে। সিরাতে হালবিয়া নামক গ্রন্থে এসেছে : ‘যে রাতে মহানবী (সা.) জন্মগ্রহণ করেছেন, সেই রাতে কাবা শরিফে কম্পন শুরু হয়। সেটি তিন দিন তিন রাত চলতে থাকে। সেটি ছিল প্রথম নিদর্শন, যা মহানবী (সা.)-এর জন্মের পর গোটা কোরাইশ গোত্র দেখতে পেয়েছিল। ’ [সিরাতে হালবিয়া, মহানবী (সা.)-এর জন্ম অধ্যায়]

 

রোববার সকালে  রাংগাবালী জাঁহাগিরিয়া  শাহ্ সুফি মমতাজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার  উদ্যোগ এ আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম জাঁহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া

দরবার শরীফের স্থানীয়  অনুসারীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন ।

 

সকাল ৯ টায় রাঙ্গাবালী উপজেলার পশুরবুনিয়া শাহসুফি মমতাজিয়া খানকা শরীফ থেকে জশনে জুলুসে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয় । ধর্মীয় স্লোগানযুক্ত পতাকা হাতে নিয়ে প্রায় ১০ কিলোমিটার পথ ঘুরে খালগোড়া বাজারে অবস্থিত রাঙ্গাবালী জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার মাঠে গিয়ে বেলা ১১ টায়  এ র‌্যালী শেষ হয় । পরে সেখানে আলোচনা সভা ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

 ব্যবস্থাপনা ও উদ্যোগেঃ রাংগাবালী জাঁহাগিরিয়া  শাহ্ সুফি মমতাজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা । 

 

উক্ত সভায় উপস্থিত  ছিলেন, আলহাজ্ব মোঃ সাইদুজ্জামান (মামুন), চেয়ারম্যান রাংগাবালী ইউনিয়ন পরিষদ ।

মোঃ ফরহাত হোসেন, চেয়ারম্যান বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদ ।

উক্ত সভায় সভাপতিত্ব করেন:

মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন শুভ (অধ্যক্ষ), হ্যপি টাইমস আইডিয়াল স্কুল এন্ড কলেজ, হাজারী বাগ, ঢাকা । আরো উপস্থিত ছিলেন। মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন শাহিন, (সুপার,জাঁহাগিরিয়া শাহ সূফি মমতাজিয়া দাখিল মাদ্রাসা )

মাওলানা মোহাম্মদ মশিউর রহমান লিটন, মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আবুল হোসেন , মাওলানা মোহাম্মদ আবিদুর রহমান সোহাগ , মাওলানা মোহাম্মদ মশিউর রহমান সোহাগ , হাফেজ সাইমুন ইসলাম, মাওলানা ইউনুচ আহমেদ, হাফেজ রাসেল, মৌলবী আব্দুর রহিম, মৌলবী শফিকুল ইসলাম ও অনন্য ওলামায় কেরাম এবং রাসুল প্রেমিক উপস্থিত ছিলেন ।

For Advertisement

দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: