For Advertisement

রাঙ্গাবালীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর মাঠ মহড়া অনুষ্ঠিত।

২১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৪:৪২

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)

নিজেস্ব প্রতিনিধি, রাঙ্গাবালী পটুয়াখালী।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) পটুুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় ঘূর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি ) বিকেল ৩ টায় উপজেলার নিজহাওলা রাঙ্গাবালী সরকারি কলেজ মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।

এসময় রাঙ্গাবালী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মুহিত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহম্মেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গাবালী সদর ইউনিয়ানের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুজ্জামান মামুন, (সিপিপির) ডিডি মোঃ শাহবুদ্দিন আহম্মেদ ও রাঙ্গাবালী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃতরিকুল ইসলাম সোহাগ।
আরও উপস্থিত ছিলেন,রাঙ্গাবালী উপজেলা ডেপুটি টিম লিডার ও ছোটবাইশদিয়া ইউনিয়ান টিম লিডার হাজী মোঃ মাহমুদ হাসান, রাঙ্গাবালী সদর ইউনিয়ানের প্যানেল চেয়ারম্যান জনাব আঃ মন্নান গাাজী,ও কাচিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ নিপু, রাঙ্গাবালী উপজেলা সিপিপি নজরুল ইসলাম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলার সিপিপি’র সেচ্ছাসেবী নারী ও পুরুষ সদস্য, এবং সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি’সহ সকল পেশার লোকজন এই মহড়া উপভোগ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,রাঙ্গাবালী ইউনিয়ন টিম লিডার জনাব মোঃ শফিকুল আজম মুকুল।

উক্ত, মহড়ায় মসজিদ, পুকুর, মুজিব কিল্লা, স্কুল, প্রাথমিক চিকিৎসা, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, চেয়ারম্যান পরিবার, শিক্ষক পরিবার, ইমাম পরিবার, জেলে পরিবার, কৃষক পরিবার, মাতবর পরিবার, দোকান’সহ আরো কয়েকটি প্রদর্শনী স্থাপন করেছে। এবং এমহড়ায় ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি থেকে শুরু করে ঘূর্ণিঝড়ের পরবর্তী সময় পর্যন্তু উপকূলীয় মানুষদের কি করণী তা ধারাবাহিক ভাবে সাউন্ড সিস্টেমের মাধ্যমে মুক্তমাঠে জনসাধারণকে সচেতনতামূলক এই ক্যাম্পিং করা হয়।
সবশেষে সকল অতিথিদের মাঝে প্রাইজ প্রদান করা হয়। এবং মহড়ায় সকল অংশগ্রহণকারীকে সিপিপি রাঙ্গাবালী উপজেলা টীমের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।

For Advertisement

দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: