For Advertisement
মধুখালীতে সমাজসেবা অফিসের মাধ্যমে অনুদানের চেক বিতরণ

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে সরকারি ভাবে প্রাপ্ত অনুদানের চেক ১১ টি প্রতিষ্ঠানে বিতরন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমাজসেবা অফিসের নিবন্ধিত মধুখালী উপজেলার ১১ টি সংস্থার ও সংগঠনের প্রত্যেককে ১৯ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৯ হাজার টাকা অনুদান হিসেবে চেক বিতরণ করা হয়েছে।
অনুদানের চেক বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, আনসার ভিডিপি ব্যাংক মধুখালী শাখার ব্যবস্থাপকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হাটঘাটা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, সূর্য্যসেনা সমাজকল্যাণ সংস্থা, উপকারী সংস্থা, আর্থ সামাজিক উন্নয়ণ সংংস্থা, কালপোহা আদর্শ যুব সংঘ, প্রচেষ্টা, রুপালী সংঘ, মথুরাপুর পল্লী উন্নয়ন সমিতি, মধুখালী ক্রিকেট এসাসিয়েশন, গ্রামীণ ক্ষুদ্র উন্নয়ন সংস্থা, বেঙ্গল ক্লাব।
দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
For Advertisement
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected]
Developed by RL IT BD
পাঠকের মন্তব্য: