For Advertisement
৪র্থ শ্রেণীর শিক্ষার্থী
মধুখালীতে আড়াই মাসেও সন্ধান মেলেনি মোরসালিনের

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের মধুখালীতে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী মোরসালিন প্রায় আড়াই মাস নিখোঁজ ।
মোরসালিনের মা ইতি খাতুনের মধুখালী থানায় দাখিলকৃত সাধারন ডায়রী সুত্রে জানা যায় উপজেলার গাজনা ইউনিয়নের চর চন্দনা আশাপুর গ্রামের মোঃ আশরাফুল শেখ ও ইতি খাতুনের ছেলে মোরসালিন (১১)। সে আশাপুর সিনিয়র মাদরাসার ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। বাবা-মার ছাড়াছাড়ীতে নানীর কাছে থাকতো সে। ঘটনার দিন ২৫ জুন ২০২২খ্রিঃ সকালে মাদরাসার উদ্দেশ্যে বের হয়। বিকেল গরিয়ে রাত হলেও বাড়ীতে ফিরে না আসায় নানী অনেক খোজাঁখুজি করেন। খোজাঁখুজি আর ছেলের আসার অপেক্ষায় থেকে ৩০ জুন ইতি বেগম মধুখালী থানায় একটি নিখোঁজের সাধারন ডায়রী করেন। ডায়রী নম্বর ১৪৬৪ তারিখ ৩০ জুন ২০২২খ্রিঃ।৭৪দিন পার হলেও ফিড়ে আসেনি মোরসালিন। চোখে অশ্রæ নিয়ে ছেলের অপেক্ষায় মা ইতি বেগম। মোরসালিনের বয়স ১১,উচ্চতা ৩ফুট ২ইঞ্চি,গায়ের রং শ্যামলা, মুখ গোলাকার, পড়নে থ্রি কোয়ার্টার ও টিশার্ট। তার মার মোবাইল-০১৭১৭৩২৬০৯৬।
For Advertisement
দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected]

পাঠকের মন্তব্য: