ব্রেকিং ❯
প্রচ্ছদ / ক্যাম্পাস / বিস্তারিত

For Advertisement

বৃহত্তর নোয়াখালী ছাত্র কল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২৫ সেপ্টেম্বর ২০২২, ১২:১৮:১৯

মোঃ ইসমাইল,রাবি প্রতিনিধিঃ
বৃহত্তর নোয়াখালী ছাত্র কল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর বার্ষিক সাধারণ সভা ২৩ই সেপ্টেম্বর ২০২২ তারিখে ডিনস্ কমপ্লেক্সের সেমিনারে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি রকিবুল হক।এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মাঈনউদ্দীন স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোইজুর রহমান স্যার, প্রফেসর ড. আলম খান স্যার এবং সমিতির উপদেষ্টাবৃন্দ। এছাড়া আরোও উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাস। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় নোয়াখালী সমিতির বার্ষিক বিভিন্ন প্রোগ্রাম এবং আর্থিক বিবরণী তুলে ধরা হয়। অনুষ্ঠানের সভাপতি উক্ত সমিতির ২০২২-২৩ সালের জন্য কার্যনিবার্হী ঘোষণা করেন। এতে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পান মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ তানভীর হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শিশির দেবনাথ।

For Advertisement

দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: