মঙ্গলবার ২১ মার্চ, ২০২৩

For Advertisement

বালিয়াডাঙ্গীতে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু

১০ সেপ্টেম্বর, ২০২২ ১১:২৪:৫৪

তন্ময় শাহ্, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা ভানোর ইউনিয়নের আরাজি দুর্লভপুর গরপাড়া গ্রামে পুকুরে ঘাস ধুতে গিয়ে ২ স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আরও এক স্কুলছাত্রী অসুস্থ অবস্থায় বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ শনিবার দুপুরে মাঠ থেকে ঘাস তুলে এনে ওই গ্রামের সইন্দরের পুকুরে ৫ স্কুল ছাত্রী সেগুলো ধুতে গেলে ২ ছাত্রী পানিতে ডুবে ঘটনাস্থলেই মারা যায়।

এরা হলো, ভানোর ইউনিয়নের আরাজি দুর্লভপুর গরপাড়া গ্রামের মহেন চন্দ্রের মেয়ে ও নেকমরদ কুসুমউদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মল্লিকা রাণী (১২) ও একই গ্রামের মালারামের মেয়ে গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ময়না রানী (১০)। এদের সাথে থাকা আরেক পঞ্চম শ্রেণির ছাত্রী বিঘানু চন্দ্রের মেয়ে প্রিথী (১১) পুকুরে ডুবে যাওয়ার সময় স্থানীয় লোকজন অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে। তাকে বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


পাঠকের মন্তব্য:

সর্বশেষ

For Advertisement

সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected]

Developed by RL IT BD