ব্রেকিং ❯
প্রচ্ছদ / সারাদেশ / বিস্তারিত

For Advertisement

বন বিভাগের নতুন কমিটি বাতিলের দাবীতে মধুখালীতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

২০ অক্টোবর ২০২২, ৪:০৮:৩৬

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের মধুখালীতে বোয়ালিয়া-বাঙ্গাবাড়ীয়া সড়কের বন বিভাগ কর্তৃক পুরাতন কমিটি বাদ দিয়ে নতুন কমিটি গঠন পূর্বক বাতিলের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২০ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় উপজেলার রায়পুর ইউনিয়নের বাঙ্গাবাড়ীয়া বাজার এলাকায় বোয়ালিয়া-বাঙ্গাবাড়ীয়া সড়কের বন বিভাগ কর্তৃক পুরাতন কমিটি বাদ দিয়ে নতুন কমিটি গঠন পূর্বক বাতিলের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নতুন কমিটি বাতিল ও পুরাতন কমিটি বহাল রাখার দাবী করে মানববন্ধনে বক্তব্য রাখেন আনোয়ার জাহিদ.মোঃ ইমরান হোসেন, মোঃ আসাদ মোল্যা, মোঃ উসমান হোসেন, মোঃ ইদ্রিস মোল্যা ও জাহিদুল ইসলাম। এ সময় বক্তাগণ তাদের বক্তব্যে বলেন দীর্ঘদিন ধরে মধুখালী উপজেলার সামাজিক বনায়ন কর্মসূচীর একাধিক স্থানের কমিটিদের নামে আর্থিক লেনদেন সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পরার অভিযোগ রয়েছে। একাধিক ব্যক্তির নিকট থেকে অতিরিক্ত অর্থ নিয়ে কমিটিতে নাম দেওয়ারও অভিযোগ রয়েছে। স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে মধুখালী বন বিভাগ প্রায় ৩০বছর আগের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করেন। নতুন কমিটির মাধ্যমে বোয়ালিয়া থেকে বাঙ্গাবাড়ীয়া বাজার পর্যন্ত প্রায় ২কিলোমিটার সড়কের দুপাশের কয়েক শত গাছ বিক্রয় করা হয়েছে। বক্তারা আরো বলেন নতুন কমিটি বাতিলের জন্য গণস্বাক্ষরিত আবেদনপত্র জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রেরন করেছি। মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিল বাঙ্গাবাড়ীয়া বাজার প্রদক্ষিণ করে শেষ হয়।

For Advertisement

দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: