For Advertisement
বঙ্গোপসাগরে ভাসমান চার জেলেকে জীবিত উদ্ধার !

এম.মোরছালিন,বরগুনা প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ডাকাতের কবলে পড়ে নিখোঁজ নয়জন জেলের মধ্যে চার জনের সন্ধান মিলেছে। ওই চারজন জেলেকে সাগরে ভাসমান অবস্থায় অন্য একটি জেলে ট্রলার উদ্ধার করেছে।
র্যাব-৮ কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান জানান, চার জেলে একটি ট্রলারে জীবিত উদ্ধার হয়েছে। বাকিদের সন্ধান ও ডাকাত দলকে আটকের জন্য অভিযান চলমান রাখা হয়েছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, আমাদের ধারণা কাউকে গুলি করার দৃশ্য দেখে জেলেরা প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দিয়ে থাকতে পারে। অন্যরাও হয়তো অপর কোনো জেলে ট্রলারে উদ্ধার হয়ে থাকতে পারে। উদ্ধার হওয়া চার জেলেরা অসুস্থ। তাদের তীরে আনার পর চিকিৎসা দিয়ে সুস্থ করার পর বিস্তারিত জানা যাবে।
গত শুক্রবার (১৭ ফেব্রুযারি) রাত আড়াইটার দিকে মালিকানাধীন এফবি ভাই ভাই নামের ট্রলারটি ১৮ জেলে নিয়ে পাথরঘাটা থেকে ৮০ কিলোমিটার পূর্ব বঙ্গোপসাগরে পায়রা বন্দর থেকে পশ্চিমে এলাকায় ডাকাতের হামলার শিকার হন। এ সময় জেলেদের কুপিয়ে জখম করে প্রায় ৫ লাখ টাকার রসদ সামগ্রী লুটে নিয়ে যায় দস্যুরা। গত শনিবার রাত আটটার দিকে ডাকাতের কবলে পড়া ট্রলারসহ ৯ জেলেকে উদ্ধার করা হয়। তারা গুরুতর জখম অবস্থায় ছিল।
ঘটনার পরপরই নিখোঁজ জেলেদের সন্ধানে বঙ্গোপসাগরে র্যাব, নৌ পুলিশ ও কোস্টগার্ড এই তিন বাহিনীর সমন্নয়ে উদ্ধারাভিযান শুরু হয়। দক্ষিণ জোন কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম হাসান মেহেদী বলেন, আমরা খবর পেয়েছি চারজন জেলে তালতলী উপজেলার একটি ট্রলারে জীবিত উদ্ধার হয়েছে। তাদেরকে পাথরঘাটা নিয়ে আসা হচ্ছে। পাথরঘাটা আসার পর উদ্ধার জেলেদের নাম জানা যাবে। বাকিদের উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে। র্যাব-৮ কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান জানান, চার জেলে একটি ট্রলারে জীবিত উদ্ধার হয়েছে। বাকিদের সন্ধান ও ডাকাত দলটি আটকে অভিযান চলছে।
For Advertisement
দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected]

পাঠকের মন্তব্য: