For Advertisement
বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে ট্রলারে ডাকাতি গ্রেফতার ২ জন৷

নিজেস্ব প্রতিনিধি,রাঙ্গাবালী,পটুয়াখালী৷
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানাধীন সোনার চরের পূর্ব পাশে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ট্রলারে ডাকাতির ঘটনায় ০২ (দুই) জলদস্যু (ডাকাত) গ্রেফতার এবং ০২টি মোবাইল সেট উদ্ধার। গত ১৮-০২-২০২৩ খ্রিঃ তারিখ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানাধীন সোনার চরের পূর্ব পাশে গভীর সমুদ্রে এমভি ভাই ভাই নামক মাছ ধরার ট্রলারে ২০/২৫ জনের সশস্ত্র ডাকাত দল তাদের ট্রলার দিয়ে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে গতিরোধ করে জেলেদের এলোপাতাড়ি গুলি শুরু করলে ভিকটিম খোকন গুলিবিদ্ধ হয়ে সাগরে পড়ে যায়। ডাকাতরা উক্ত ট্রলারে উঠে দা, কিরিচ, চাপাতি ও ধারালো অস্ত্র দ্বারা জেলেদের এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে ডাকাতরা উক্ত ট্রলারের জেলেদের জিম্মি করে টাকা, কাপড়-চোপড়, মোবাইল সেট, মাছ ধরার জাল, মাছ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী সহ অনুমান ২০,০০০০০/- (বিশ লক্ষ) টাকার মালামাল ডাকাতি করে। ডাকাত দলের হাত থেকে প্রাণে রক্ষা পেতে ১৮ জন জেলের মধ্যে ০৯ (নয়) জেলে লাফিয়ে সাগরে পড়ে নিখোঁজ হয়। পরবর্তীতে ০৪ জেলে উদ্ধার হলেও একজন জেলে মারা যায়। উক্ত ঘটনায় ট্রলার মালিক মোঃ মিরাজের লিখিত অভিযোগের প্রেক্ষিতে রাঙ্গাবালী থানার মামলা নং -০৪, তারিখ-২০/০২/২০২৩ইং, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।
উক্ত চাঞ্চল্যকর ঘটনায় মাননীয় ডিআইজি, বরিশাল রেঞ্জ জনাব মোঃ আক্তারুজ্জামান মহোদয়ের নির্দেশনায় পুলিশ সুপার, পটুয়াখালী জনাব মোঃ সাইদুল ইসলাম, পিপিএম, বিপিএম মহোদয়ের তদারকিতে গঠিত তদন্ত টিম তথ্য-প্রযুুক্তির সহায়তায় মামলার মূল রহস্য উদঘাটন সহ ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা শুরু করে। অভিযানকালে সহকারী পুলিশ সুপার, বাউফল সার্কেল জনাব শাহেদ আহাম্মদ চৌধুরী এবং অফিসার ইনচার্জ , রাঙ্গাবালী থানা জনাব মোঃ নূরুল ইসলাম মজুমদারের সহায়তায় তদন্তকারী কর্মকর্তা জনাব সজল দাশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার সদর থানা ও মহেশখালী থানা এলাকা সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মামলার ঘটনায় অংশগ্রহনকারী ডাকাত দলের সদস্য (১) মোঃ আলিম নুর ওরফে আলমগীর (৩৮), পিতাঃ মৃত মোঃ হাসেম, সাং- মনুপাড়া, খুরুশকুল, ০৮নং ওয়ার্ড, থানাঃ কক্সবাজার, (২), মোঃ তারেক (২১), পিতাঃ মৃত বাদশা মিয়া, সাং- মোহম্মদ শাহ ঘোনা, ৭নং ওয়ার্ড, কালারমার ছড়া ইউপি, থানাঃ মহেশখালী, উভয় জেলাঃ কক্সবাজারদ্বয়কে গ্রেফতারপূর্বক তাদের উভয়ের হেফাজত হতে ডাকাতি করে নেয়া ভিকটিম খায়েরুল ও কালাম মাঝির ০২ (দুই) টি মোবাইল সেট উদ্ধার করেন। ধৃত আসামী তারেক নিজে ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারপূর্বক জড়িত অন্যান্য সহযোগী ডাকাতদের নাম প্রকাশ করে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। বর্তমানে মামলার তদন্ত সহ পলাতক আসামীদের গ্রেফতারী অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য যে, উক্ত ডাকাতির ঘটনায় র্যাব-৭ এর আভিযানিক টিম ০৪ জন ডাকাতকে অস্ত্র সহ গ্রেফতার করেছেন।
For Advertisement
দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected]

পাঠকের মন্তব্য: