শুক্রবার ২৪ মার্চ, ২০২৩

For Advertisement

পীরগঞ্জে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ মানব বন্ধন ও বিক্ষোভ

১০ সেপ্টেম্বর, ২০২২ ৩:০১:০৪

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ দৈনিক মানব কন্ঠের পীরগঞ্জ প্রতিনিধি লাতিফুর রহমান লিমন ও প্রতিদিনের সংবাদের ঠাকুরগাঁও প্রতিনিধি জুনায়েদ কবির সহ সারাদেশ সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবশ অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে। পীরগঞ্জ প্রসক্লাবের উদ্যাগে শনিবার সকাল ১১টায় পর শহরের পূর্ব চৌরাস্তা বঙ্গবন্ধু ম্যুরালের সামনে ঘটাব্যাপী মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবর সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, বাংলাদশের কমিউনিষ্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, ঠাকুরগাঁও টিভি জার্নালিষ্ট অ্যাসাসিয়শনের সভাপতি রফিকুল ইসলাম রাহান, পীরগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রথম আলো প্রতিনিধি কাজী নুরুল ইসলাম, সাবেক সভাপতি ইত্তেফাক প্রতিনিধি মহর এলাহী, সিনিয়র সাংবাদিক দীপন রায়, প্রেসক্লাবর সহ সভাপতি মামুনুর রশীদ, সমকাল প্রতিনিধি মাকাদ্দেস হায়াত মিলন, জনকন্ঠ প্রতিনিধি মাশাররফ হাসন, দনিক বর্তমান পত্রিকার প্রতিনিধি এ এইচ লিটন, রাণীশংকল প্রসক্লাবর সভাপতি মাবারক আলী, সাধারণ সম্পাদক বিল্পব, হরিপুর উপজলা প্রসক্লাবর সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বালিয়াডাঙ্গী উপজলা যায়যায়দিন প্রতিনিধি মশিউর রহমান, মানবাধিকারকর্মী রাজী আকতার,পীরগঞ্জ প্রসক্লাবর সাংগঠনিক সম্পাদক তারক হাসন, ভারর কাগজ প্রতিনিধি দলওয়ার হাসন দুলাল সরকার, উপজলা প্রসক্লাবর সহ সভাপতি নূর নবী, খালা কাগজ প্রতিনিধি বাদল হাসন, হরিপুরর সাংবাদিক জয়নুল আবদিন, আহত সাংবাদিক লিমনর মা লাকী বগম, উপজলা ছাত্র ইউনিয়নর সভাপতি শুভ শর্মা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করন পীরগঞ্জ প্রসক্লাবর যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়। সমাবশ সাংবাদিকরা বলন, নির্যাতিত নিপীড়িত মানুষর কথা বলত গিয় সাংবাদিকরা প্রতিনিয়ত হামলা মামলা সহ বিভিন ভাব নির্যাতনর শিকার হছন। অনতিবিলম্ব সাংবাদিকদর উপর হামলাকারীদর বিরুদ্ধ আইনগত ব্যব¯া নিত আল্টিমটাম সহ সাংবাদিকদর পশাগত দায়িত্ব পালন সুরক্ষা প্রদান ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলর দাবী জানান সাংবাদিক নতারা। সমাবশ ঠাকুরগাঁও জলা সহ ৫ উপজলার সাংবাদিকরা উপ¯িত ছিলন। পর একটি বিক্ষাভ মিছিল শহরর বিভিন সড়ক ঘুড় প্রসক্লাব এস শষ হয়।

দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


পাঠকের মন্তব্য:

সর্বশেষ

For Advertisement

সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected]ail.com

Developed by RL IT BD