For Advertisement
পীরগঞ্জে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসায় গরু মেরে ফেলার অভিযোগ

ফাইদুল ইসলাম,পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও পীরগঞ্জে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসায় কৃষকের গরু মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন ঐ কৃষক।
অভিযোগে জানা যায়, পীরগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের মোহন চাঁদ সরকারের ছেলে কৃষক রনজিত কুমার রায়ের একটি আড়িয়া গরু অসুস্থ হয়ে পড়লে উপজেলার নানুহার গ্রামের পল্লী চিকিৎসক নরুল ইসলাম গরুটির চিকিৎসা প্রদান করেন। কয়েক দিন চিকিৎসা দেওয়ার পরও গুরুটি সুস্থ না হলে গত বুধবার উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আসেন ঐ কৃষক। ঘটনা শুনে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ সোহেল রানা তার দপ্তরের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মনোরঞ্জনকে ঐ কৃষকের বাড়িতে পাঠান। গুরুটির অবস্থা আশংকা জনক দেখে কোন চিকিৎসা না দিয়েই ফিরে আসেন ঐ কর্মকর্তা। পরদিন বৃহস্পতিবার গরুটি মারা হয়। এর প্রতিকার চেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন ভুক্তভোগী কৃষক।
অভিযোগ প্রসঙ্গে পল্লী চিকিৎসক নুরুল ইসলাম জানান, গরুটির চিকিৎসা দেওয়া তার ঠিক হয়নি। তিনি ভুল করেছেন এবং এর জন্য কিছু ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি মিমাংসা করে নিয়েছেন।
এ বিষয়ে রবিবার বিকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্ত ডাঃ সোহেল রানা বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আসার কথা রয়েছে। তার সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আবুল কালাম আজাদ মোবাইল ফোনে জানান, পল্লী চিকিৎসকরা ডাক্তারী করতে পারবে না। নুরুল সাহেব চিকিৎসা দিয়ে ভুল করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, অভিযোগটি দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান দেখছেন। তিনি এটির বিচার করার কথা। সমাধান না হলে মোবাইল কোর্ট পরিচালনা করে ঐ পল্লী চিকিৎসকের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে।
For Advertisement
দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected]

পাঠকের মন্তব্য: