ব্রেকিং ❯
প্রচ্ছদ / সারাদেশ / বিস্তারিত

For Advertisement

পীরগঞ্জে ট্র্রলি ড্রাইভারের গলা কাটা মরদেহ উদ্ধার

২৩ অক্টোবর ২০২২, ৫:১০:২২

ফাইদুল ইসলাম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বদরুল ইসলাম (৩৫) নামে এক ট্রলি ড্রাইভারের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার সকালে উপজেলার চাপোড় বাজার এলাকার একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বদরুল উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের উত্তর মাল া (কাটাবাড়ি) গ্রামের সফিজুলের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে মল্লিকপুর গ্রামের মৃত রশিদের ছেলে হুমায়ুন কবীর কে আটক করেছে পুলিশ। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরিবারের লোকজন জানায়, শনিবার রাত ১১ টা পর্যন্ত পরিবারের লোকজনের সাথে বদরুলের মোবাইলে যোগাযোগ হয়েছিল। এরপর তার ফোন বন্ধ পাওয়া যায় এবং রাতে তিনি বাড়ি ফিরেননি। সকালে চাপোর বাজারের পাশের্^র ওয়াজেদ আলী মাস্টারের আম বাগানে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।

জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, তাকে খুন করে মরদেহ আম বাগানে ফেলে রাখা হতে পারে বলে প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকান্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। হত্যা কান্ডের মূল রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ।

For Advertisement

দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: