ব্রেকিং ❯
প্রচ্ছদ / সারাদেশ / বিস্তারিত

For Advertisement

পিরোজপুরের চার স্মার্ট নারী উদ্যোক্তাকে অনুদান প্রদান

১ অক্টোবর ২০২২, ৭:৪৫:০৫

জালিস মাহমুদ, পিরোজপুর জেলা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে সারাদেশ থেকে বাছাই করে ১০০০ জন স্মার্ট নারী উদ্যোক্তার মধ্যে পিরোজপুর জেলার চারজন নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) অধীন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প।

ওই চার নারী উদ্যোক্তা হলো পিরোজপুর জেলার ইন্দুরকানীর হাবিবা (২৯), নাজিরপুরের নাসরিন জাহান উর্মি (২৫) ভান্ডারিয়ার তানভীন সুলতানা (৩০) ও তানজিনা হাসান(২৬)।

অনুদানপ্রাপ্ত নারীরা ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে ঘরে বসে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট হওয়ার স্বীকৃতি স্বরূপ প্রত্যেককে স্মার্ট নারী উদ্যোক্তা হিসেবে ৫০০০০(পঞ্চাশ) হাজার টাকা একটি চেক প্রদান করা হয়।

নারী উদ্যোক্তা তানভীন সুলতানা বলেন, আমাদের দেশের নারীরা অনেক মেধাবী। গ্রামের নারীরা বিভিন্ন উদ্যোগ নিলেও টাকার অভাবে সফল হতে পারেন না। এখন নারীরা এখন ঘরে বসেই তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন। তিনি আরও বলেন, এই অনুদানের টাকা কাজে লাগিয়ে ব্যবসাকে সম্প্রসারিত করার ইচ্ছে রয়েছে। নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সমাজের ইতিবাচক মনোভাব ও সরকারের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ জন্মদিন উপলক্ষে ১০০০ জন নারী উদ্যোক্তাকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫০০০০ (পঞ্চাশ হাজার) টাকার চেক তুলে দেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম। ই- ক্যাব সভাপতি শমী কায়সার, উই এর প্রতিষ্ঠাতা সভাপতি নাসিমা আখতার নিশা প্রমুখ।

For Advertisement

দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: